Site icon Jamuna Television

এবার ভার্চুয়ালি হবে একুশে বইমেলা

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এবার ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অমর একুশে গ্রন্থমেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এবার ভার্চুয়ালি মেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। আগামী বছরে অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি কীভাবে আয়োজন হবে এবং বইমেলার জন্য স্টল বসিয়ে কোন মাসে আয়োজন করা সম্ভব হবে সেসব বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বাংলা একাডেমি করোনা মহামারির কারণে বইমেলা স্থগিত করার প্রস্তাব দিয়ে একটি প্রস্তাবনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। গতবার একুশে গ্রন্থমেলায় ৫৬০ প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়েছিল।

ইউএইচ/

Exit mobile version