Site icon Jamuna Television

পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি :

পাবনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রাঘাতে ও গুলিতে পাবনা সদরের দোগাছী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখ (৩৯) নিহত হয়েছেন। সে দক্ষিণ রামচন্দ্রপুর হরিজন কলোনি এলাকার দুলাল শেখের ছেলে।

শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের অনন্তমোড়ে। পূর্ব বিরোধের জের ধরে তার ওপরে এই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অনন্ত মোড়ের সিএনজি স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, কারা কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে ও এলাকায় ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version