Site icon Jamuna Television

পোলট্রি মুরগির বাচ্চার গায়ে রং করে অভিনব প্রতারণা, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জে পোলট্রি মুরগির বাচ্চা বিভিন্ন রং করে বিদেশি উন্নত জাতের বাচ্চা বলে প্রতারণার মাধ্যমে বেশি দামে বিক্রির অপরাধে কালীগঞ্জ থানা পুলিশ রুবেল (২০) নামের এক প্রতারককে আটক করেছে।

শুক্রবার বেলা দুইটার দিকে কালীগঞ্জ কালীবাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল নরসিংদী জেলার রায়পুরা থানার সদরকান্দী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। প্রতারক রুবেল ইন্টারনেট থেকে বিভিন্ন উন্নত জাতের রং বেরংয়ের মুরগির ছবি দেখিয়ে ক্রেতাদের অকৃষ্ট করতো। তার এই ছবি দেখে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে বেশি দামে এই পোলট্রি মুরগির বাচ্চা কিনে প্রতারণার শিকার হন।

জানা গেছে, প্রতারক রুবেল সকাল থেকে প্রায় ৩শ’ পোলট্রি বাচ্চা বিক্রি করে। গ্রাম থেকে বাজারে আশা সহজ সরল মানুষগুলো তার প্রতারণার শিকার হন।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, প্রতারণার মাধ্যমে বিভিন্ন রং করে বাচ্চা বিক্রি করছে এমন সংবাদ পেয়ে রুবেল নামের একজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএইচ/

Exit mobile version