Site icon Jamuna Television

অক্সফোর্ড ও স্পুটনিক ভ্যাকসিনের যৌথ ট্রায়ালের ঘোষণা

অক্সফোর্ড ও স্পুটনিক ভ্যাকসিনের যৌথ ট্রায়ালের ঘোষণা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রেজেনেকা এবং রাশিয়ার স্পুটনিক ফাইভ যৌথভাবে ভ্যাকসিন ট্রায়ালের সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বলেন, দুই ভ্যাকসিনের সম্মিলিত পরীক্ষায় মানবদেহে আরও বেশি অ্যান্টিবডি তৈরি হয় কিনা তা দেখতেই কাজ করবেন দুই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা।

বিশ্বে প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন উৎপাদনে অগ্রগতির কথা জানিয়েছিল রাশিয়া। পরবর্তীতে জানানো হয়, তাদের স্পুটনিক ফাইভ ভ্যাক্সিন মানব দেহে ৯৫ ভাগ কার্যকর। অনুমোদন দেয়া হয় জরুরি ব্যবহারের।

অন্যদিকে, অক্সফোর্ডের টিকার কার্যকারিতা ৭০ ভাগ। প্রাথমিকভাবে দুই ভ্যাক্সিনের যৌথ প্রয়োগ হবে রাশিয়ায়, ১৮ বছরের বেশি বয়সীদের শরীরে।

বিজ্ঞানীরা বলছেন, এই ভ্যাকসিন কম্বো কার্যকর হলে আন্তর্জাতিক বাজারে প্রতি ডোজ মিলবে ১০ ডলারের কম খরচে। সংরক্ষণ করা যাবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

Exit mobile version