Site icon Jamuna Television

চিনিকল বন্ধের প্রতিবাদে আজও রংপুরে বিক্ষোভ

চিনিকল বন্ধের প্রতিবাদে আজও রংপুরে বিক্ষোভ

রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে আজও রংপুরের শ্যামপুর চিনিকলের সামনে বিক্ষোভ করছেন শ্রমিক-কর্মচারীরা।

আজ শনিবার সকাল থেকে মিলগেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছেন তারা।

শ্রমিক নেতাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তে রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিলগুলো বন্ধ না করে আধুনিকায়নের দাবি জানান তারা। চিনিকলগুলো চালু না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা।

Exit mobile version