Site icon Jamuna Television

আর্জেন্টিনায় বিক্ষোভের মধ্যেই পাস হলো গর্ভপাত বিল

আর্জেন্টিনায় বিক্ষোভের মধ্যেই পাস হলো গর্ভপাত বিল

আর্জেন্টিনায় বিক্ষোভের মধ্যেই পাস হলো গর্ভপাত বিল। শুক্রবার দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষে এ নিয়ে ভোটাভুটি হয়।

১৩১-১১৭ ভোটে পাস হয় এটি। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি তোলা হবে সিনেটের উচ্চকক্ষে। সেখানে পাস হলে বিলটি আইনে পরিণত হবে। তখন যে কেউ চাইলে স্বেচ্ছায় গর্ভপাত করাতে পারবেন।

আইনে বলা হয়, গর্ভধারণের ১৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত ঘটাতে পারবেন। বর্তমানে ধর্ষণ বা স্বাস্থ্যঝুঁকি ছাড়া কেউ গর্ভপাত ঘটালে শাস্তির বিধান রয়েছে। এই বিলের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে লাতিন আমেরিকার দেশটিতে।

বিক্ষোভকারীদের দাবি, গর্ভপাত একটি হত্যাকাণ্ড।

তথ্য বলছে, ১৯৮৩ সাল থেকে অনিরাপদ গর্ভপাতের কারণে দেশটিতে মৃত্যু হয়েছে কয়েক হাজার নারীর।

Exit mobile version