Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীরা ধর্ম ব্যবসায়ী: হানিফ

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীরা ধর্ম ব্যবসায়ী ও স্বাধীনতা বিরোধীদের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক লীগের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ধর্ম ব্যবসায়ীদের নিজেদেরই নীতি-নৈতিকতা নাই। দেশের বহু মাদরাসায় শিশু বলাৎকার হচ্ছে। এটা নিয়ে কেউ কিছু বলে না।

হানিফ আরও বলেন, ওয়াজ মাহফিলে কখনো রাষ্ট্রগঠন বা সৎপথে চলার বা সামাজিক অপরাধ প্রতিরোধে কোনো কথা বলে না। সেখানে কেবল মিথ্যাচারই হয়।

ইউএইচ/

Exit mobile version