Site icon Jamuna Television

লিটন-সৌম্যের জোড়া ফিফটিতে রাজশাহীকে ১৭৬ রানের টার্গেট চট্টগ্রামের

রাজশাহীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। লিটন, সৌম্যদের কম রানে আটকে রাখতে পারলেই ম্যাচ জয় সম্ভব। সেই চিন্তা থেকেই প্রথমে ব্যাট করা চ্টগ্রামকে খুব বেশিদূর এগোতে না দেয়ার যে মিশনে নেমেছিল তারা, শেষ পর্যন্ত সেটি আর করতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে রাজশাহীর সামনে ১৭৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে মিঠুনদের দল।

মিরপর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে লিটন ও সৌম্য মিলে প্রথম উইকেটে রান তুলেছিল ১২২। লিটন ৫৫ রানে আউট হলেও সৌম্য প্যাভিলিয়নে ফিরেছে ৬৬ রানে।

শেষ দিকে আগের ম্যাচে জয়ের নায়ক শামসুর রহমান শুভর ১৮ বলে ৩০ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ১৭৫ রান তোলে চট্টগ্রাম। জিয়াউর রহমান করেছেন ১০ রান। আর মিস্টার অতিরিক্ত থেকে এসেছে ১২ রান। রাজশাহীর হয়ে আনিসুল ইসলাম ইমন নিয়েছেন দুই উইকেট।

Exit mobile version