Site icon Jamuna Television

জানুয়ারির মধ্যেই রাজধানীর খালগুলোর দায়িত্ব পাচ্ছে সিটি করপোরেশন: স্থানীয় সরকার মন্ত্রী

জলাবদ্ধতা নিরসনে রাজধানীর খালের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে জানুয়ারির মধ্যে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ও ওয়াটার এইড যৌথ উদ্যোগে ‘হাত ধোয়ার গাড়ি’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ কথা জানান।

মন্ত্রী বলেন, খাল হস্তান্তরে গঠিত কমিটির রিপোর্টের পরই প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে হস্তান্তর করা হবে। ঢাকার চারপাশের নদী-খাল যারাই দখল করুক, দ্রুতই দখলমুক্ত করা হবে।

ইউএইচ/

Exit mobile version