Site icon Jamuna Television

পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারে বহু প্রতিষ্ঠানে অর্থায়ন করে ভারত: মেহমুদ কোরেশি

পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারে বহু প্রতিষ্ঠানে অর্থায়ন করে ভারত। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

আন্তর্জাতিক ফোরামে অভিযোগ তুলবেন বলে জানিয়েছেন তিনি। তার অভিযোগ, কয়েকশ’ ওয়েবসাইট ও সংস্থাকে অপপ্রচারের কাজে ব্যবহার করে নয়াদিল্লি। ১০টি এনজিও’র বিরুদ্ধেও অভিযোগের আঙ্গুল তোলেন কোরেশি।

ইউরোপীয় প্রতিষ্ঠান ইইউ ডিসইনফো ল্যাব’র এক প্রতিবেদন তুলে ধরেন তিনি। যাতে, ভুয়া তথ্য প্রচারকারী শতাধিক ভারতীয় সাইটের কথা বলা হয়। এর আগেও দিল্লির বিরুদ্ধে পাকিস্তানবিরোধী মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনে ইসলামাবাদ। তবে বরাবরই তা অস্বীকার করেছে ভারত।

শাহ মেহমুদ কোরেশি বলেন, অসাধু পরিকল্পনা বাস্তবায়নে ভুয়া তথ্য ছড়াচ্ছে ভারত। আর সেজন্য কয়েকশ’ ভুয়া সাইট আর এনজিও ব্যবহার করছে। পাক বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ১০ এনজিওর কার্যক্রম খতিয়ে দেখতে জাতিসংঘ ও এর মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ইইউ পার্লামেন্টকেও তদন্তের অনুরোধ করবো কারণ ভারত এসব সাইট ব্যবহার করে ইইউকে প্রভাবিত করার চেষ্টা করে।

ইউএইচ/

Exit mobile version