Site icon Jamuna Television

করোনার বাধায় ভারতের আইলিগ থেকে ছিটকে গেলো জামাল ভূঁইয়া

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচ শেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফেরেননি জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে।

কয়েকদিন হলো জামাল করোনায় আক্রান্ত হয়ে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন। কাতারেই তাকে আরো কিছুদিন থেকে পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরতে হবে।

সেই সাথে আগামী ৯ জানুয়ারি থেকে কোলকাতার আইলিগে জামালের খেলার কথা থাকলেও সেটি আর হচ্ছে না।

কোলকাতার একটি গণমাধ্যমকে মোহামেডান ক্লাবের সচিব ওয়াসিম আকরাম জানিয়েছেন জামালের এই মৌসুমে আইলিগে আর খেলার সম্ভবনা নেই। তবে জামালের জন্য তাদের দরজা সবসময়ই খোলা থাকবে।

তিনি আরো বলেছেন, জামালের রিপ্লেসমেন্ট এখনও আমরা নিশ্চিত করিনি তবে এই সপ্তাহেই আমরা তার পরিবর্তে কাকে নেয়া হবে দলে সেটা নিশ্চিত করতে পারবো।

Exit mobile version