Site icon Jamuna Television

ইরানে সরকারবিরোধী আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর

সরকারবিরোধী আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগ ইরানে এক সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। শনিবার ভোরে ফাঁসিতে ঝুলিয়ে রুহুল্লাহ জামের নামক ওই গণমাধ্যমকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২০১৭ সালে ইরানজুড়ে অর্থনৈতিক অব্যবস্থাপনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়। ওই বিক্ষোভে ইন্ধন দেয়ার অভিযোগ আনা হয় ভিন্ন মতাবলম্বী সাংবাদিক হিসেবে পরিচিত রুহুল্লাহ জামেরের বিরুদ্ধে।

সরকারবিরোধী লেখালেখি করায় দেশ ছাড়তে বাধ্য হন রুহুল্লাহ। গত বছর দেশে ফেরেন তিনি। এ বছরের জুনে দুর্নীতির দায়ে ইরানের একটি আদালত জামের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ইউএইচ/

Exit mobile version