Site icon Jamuna Television

পিঠ দেখিয়ে নুসরাত বললেন ‘আমাকে পড়ে স্নাতক হতে পারবে না’

ছবি: সংগৃহীত।

বিতর্ক যেন পিছু ছাড়ছে না টালিউড অভিনেত্রী ও ভারতীয় তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহানের। শনিবার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নুসরাত ক্যাপশন দিয়েছেন, ‘আমাকে পড়তে চেষ্টা করো না। স্নাতক হতে পারবে না।’ খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, শুক্রবার রাতে ছবি আঁকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নুসরাত জাহানকে লক্ষ্য করে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। এবার খোলা পিঠের ছবি পোস্ট করে আলোচনায় তিনি।

শনিবার দুপুরে ফের নেট পাড়ায় আগুন জ্বালালেন তারকা সাংসদ, তার পুরনো ছবি পোস্ট করে। লাল শাড়ি, লাল ব্যাকলেস চোলি। লাল অন্তর্বাস। চুল মাথার উপর তুলে ক্যাচারে আটকানো। চোখে রোদচশমা। সূর্যের দিকে মুখ করে দাঁড়ানো অভিনেত্রী যেন সূর্যমুখী! সব ছাপিয়ে নজর টেনেছে তার মাখন গলা পিঠ, মুঠো মাপের কোমর। নুসরতকে জড়িয়ে আছে শীত রোদ। এটুকুই উষ্ণতা ছড়ানোর জন্য যথেষ্ট।

ছবি দেখে নেটদুনিয়ায় অনেকে সমালোচনা করছেন তবে এ নিয়ে নুসরাতের মাথাব্যথা নেই। ছবিতে ফলাও করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘আমাকে পড়তে চেষ্টা করো না। স্নাতক হতে পারবে না!’

https://www.instagram.com/p/CIsJqyjnOQf/?utm_source=ig_embed

ইউএইচ/

Exit mobile version