জামায়াতে ইসলাম এবং হেফাজতে ইসলামের মধ্যে কোন পার্থক্য নেই বলে জানিয়েছেন যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
শনিবার বিকেলে শাহবাগে মৌলবাদের বিরুদ্ধে জাগরণ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। তিন বলেন, জামায়াতের ভিন্ন রূপই হচ্ছে আজকের হেফাজতে ইসলাম।
সমাবেশে নিক্সন বলেন, মৌলবাদ প্রতিহত করতে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এসময় তিনি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি দেওয়ার আহ্বান জানান। মামুনুলদের টাকার উৎসের খোঁজ নেওয়ার কথা বলেন নিক্সন চৌধুরী।
সমাবেশে সাবেক আইজিপি শহীদুল হক বলেন, মৌলবাদী শক্তির সাথে কোন আলোচনা বা সমঝোতা করা হবে না। তাদেরকে আইনের মাধ্যমে মোকাবেলা করতে হবে।

