Site icon Jamuna Television

টানা ছয় ম্যাচ হেরে বিদায় শান্তর রাজশাহীর

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দুই ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে থাকা রাজশাহী এরপর আর জয়ের মুখ দেখেনি। টানা ছয় ম্যাচে যথাক্রমে- বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশালের পর শনিবার বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে হেরে যায় রাজশাহী। টানা ছয় ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

কিঞ্চিত স্বপ্ন ছিল যদি আজকের ম্যাচে বরিশাল হেরে যেত তাহলে হয়তো রাজশাহীর প্লে-অফে খেলার একটা সুযোগ থাকতো কিন্তু সেই আশায় গুঁড়েবালি হয়েছে। কারণ ঢাকার বিপক্ষে ২ রানে জয় পেয়েছে বরিশাল।

ঢাকার বিপক্ষে জয় পেয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে তামিম ইকবালের বরিশাল। এর আগেই প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম, খুলনা ও ঢাকা।

ইউএইচ/

Exit mobile version