Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত আরিফিন শুভ (ভিডিও)

করোনায় আক্রান্ত আরিফিন শুভ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। শনিবার তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে বাসাতেই আছেন এই অভিনেতা।

শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি তার করোনা সংক্রমণের কথা জানান।

আরিফিন শুভ’র ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভিডিওতে অভিনেতা বলেন, দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। সেটা পজেটিভ। ‘আমি অফিসিয়ালি জানাচ্ছি যে, আমি একদমই ঠিক আছি। শুধু খাবারে গন্ধ ও টেস্ট পাচ্ছি না। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরবো। চিকিৎসক বলে দিয়েছেন যে, আমি দ্রুতই সুস্থ হয়ে উঠবো।

আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ আপাতত করোনার কারণে আটকে রয়েছে। এই সিনেমায় শুভকে দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।

Exit mobile version