Site icon Jamuna Television

কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সরব মিথিলা (ভিডিও)

কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সরব মিথিলা (ভিডিও)

সাইবার বুলিং-এর বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী এবং উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে অনলাইন হেনস্থা নিয়ে মতামত জানালেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা।

মিথিলার পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

১ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে মিথিলা বলেন, প্রতিটি মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। সেই ব্যক্তিগত জীবনে তার ভালো লাগা, খারাপ লাগা, নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে। সেই সিদ্ধান্তগুলো শুধুমাত্র তার জীবনকেই প্রভাবিত করে। আপনার জীবনকে না। আমরা অনেকেই আছি, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে যাদের প্রচণ্ড উৎসাহ। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের ব্যক্তিগত জীবন ও তার জীবনের সিদ্ধান্ত, সকল কিছু নিয়ে আমরা আজেবাজে, কুরুচিপূর্ণ কথা বলতে দ্বিধা করি না। সোশ্যাল মিডিয়াতে নারীকে উত্যক্ত করা, নারীর বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা- এই বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের অন্যকে নিয়ে ভাবনাটা বন্ধ করে, নিজেকে নিয়ে ভাবনাটা শুরু করতে হবে। অন্যের অনুভূতিকে প্রাধান্য দিতে হবে।

একজন নারী এবং সমাজকর্মী হিসাবে নিজের দায়িত্বের কথা মাথায় রেখে বর্তমান সময়ের এই সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুললেন মিথিলা।

Exit mobile version