Site icon Jamuna Television

প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরাঞ্চল, বিপর্যস্ত জনজীবন

প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরাঞ্চল, বিপর্যস্ত জনজীবন

হিমশীতল বাতাসের সাথে প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপছে উত্তরাঞ্চলসহ সারা দেশ। এতে বিপর্যস্ত জনজীবন।

ভোরে ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। বেলা গড়ানোর সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়ছে। তবে বিকেল থেকে আবারও বাড়ছে শীতের তীব্রতা।

কনকনে ঠাণ্ডায় বেশি বিপাকে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের দাপট সবচেয়ে বেশি। কুয়াশায় ব্যাহত যান চলাচল।

হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত রোগীর চাপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বৃদ্ধরা।

Exit mobile version