Site icon Jamuna Television

ফ্রান্সে পুলিশ নিরাপত্তা বিল বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ

ফ্রান্সে পুলিশ নিরাপত্তা বিল বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ

পুলিশ নিরাপত্তা বিল বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ সহিংসতা হয়েছে ফ্রান্সে। শনিবার বিলের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয় হাজারো মানুষ।

সকাল থেকেই মূল সড়কগুলোয় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দেয় তারা। ম্যাকরন সরকারের পদত্যাগের দাবিতেও শ্লোগান দেয় অনেকে। বড় ধরণের সংঘর্ষ না হলেও কিছু জায়গায় পুলিশের সাথে বিবাদে জড়ায় বিক্ষোভকারীরা। র‍্যালি নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে রওয়ানা দিলে ছত্রভঙ্গে জলকামান ব্যবহার করে পুলিশ।

এদিন আটক করা হয় দেড় শতাধিক আন্দোলনকারীকে। দু’সপ্তাহ আগে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাস হয় পুলিশের নিরাপত্তায় বিল। যাতে দায়িত্বরত পুলিশের ছবি ও ভিডিও ধারণে দেয়া হয় নিষেধাজ্ঞা।

Exit mobile version