Site icon Jamuna Television

রাতে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা

লা লিগায় আজ মাঠে নামবে জয়ের ধারায় ফিরতে মরিয়া জায়ান্ট বার্সেলোনা। রাত ২টায় কাতালান জায়ান্টরা আতিথ্য দেবে লেভান্তেকে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে দুই ম্যাচে হেরেছে বার্সেলোনা।

লিগ টেবিলের নয় নম্বরে থাকা কাতালান জায়ান্টরা ১৭ নম্বর দল লেভান্তের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায়। চোটের কারণে কোচ কোম্যান এই ম্যাচেও পাচ্ছেন না আনসু ফাতি, জেরার্ড পিকে, সার্জি রবার্তো ও ওসমান ডেম্বেলেকে।

লেভান্তের বিপক্ষে সবশেষ ৩০ দেখায় ২২টি ম্যাচ জিতেছে মেসির দল। শীর্ষে থাকা অ্যাটলেটিকো থেকে ১২ পয়েন্ট পেছনে বার্সেলোনা।

ইউএইচ/

Exit mobile version