Site icon Jamuna Television

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোর রেলওয়ে স্টেশন প্ল্যাটফরম এলাকায় পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।

রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, রেল স্টেশন প্ল্যাটফরমের দক্ষিণ পাশে ডাবতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পার্বতীপুর থেকে খুলনাগামী ওই মালবাহী ট্রেনটি নাটোর স্টেশন প্ল্যাটফরম অতিক্রম করার সময় অজ্ঞাত ব্যক্তিটি ট্রেনে কাটা পড়ে।

তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিক সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হলে তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে বেশ কিছু দিন ধরে স্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

ইউএইচ/

Exit mobile version