Site icon Jamuna Television

চট্টগ্রামে চাঞ্চল্যকর ইউপি চেয়ারম্যান হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড

দীর্ঘ ২১ বছর পর রায় হলো চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যার মামলার। এতে বর্তমান চেয়ারম্যানসহ ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আইনজীবী জানান, ১৯৯৯ সালের ৩ অক্টোবর রাতে মির্জাশীল দরবার শরীফে ওরশ চলার সময় আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তার স্ত্রী রোশনা আক্তার ২০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

২০০৪ সালে সব আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। আজ রোববার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোজাম্মেল হক, বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেজাম উদ্দিনসহ ১০ জনের ফাঁসির আদেশ দেন। এছাড়া আরও ৫ আসামিকে দেয়া হয় যাবজ্জীবন। বাকি ৫ আসামির চারজন খালাস পেয়েছেন। মৃত্যু হয়েছে একজনের।

ইউএইচ/

Exit mobile version