Site icon Jamuna Television

পারফরমেন্স না করলেও সেরা একাদশে খেলবেন সাকিব

মাত্র তিন রানেই প্যাভিলিয়নের পথ ধরলেন সাকিব

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়েই মাঠে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচেই খুলনার হয়ে মাঠে নেমে বলার মত কিছুই করতে পারেনি বিশ্ব ক্রিকেটের এক নম্বর তারকা। তারপরও সাকিবকে বাদ দিয়ে সেরা একাদশ নির্বাচন করার চিন্তাও করেনি টিম ম্যানেজমেন্ট। টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলোতেও সাকিবকে সেরা একাদশে খেলানো হবে এমনটাই আভাস দিয়েছেন খুলনার ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস।

সাকিবের পারফরমেন্স নিয়ে ইমরুল কায়েস বলেছেন, সাকিব বিশ্বের সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটেই খেলে থাকেন। এই টুর্নামেন্টে নিজের মতো করে খেলতে হয়তো তিনি পারছেন না। সেই সাথে আমারাও ঠিকঠাক পারফর্ম করতে পারছি না।

কায়েস আরও বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে একটা ম্যাচ ভালো খেললেই অনেক কিছু বদলে যায়। বড় খেলোয়াড়রা বড় ম্যাচে ভালো খেলেন।

সোমবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রামের মুখোমুখি হবে ইমরুল কায়েসদের নিয়ে গড়া খুলনা। আর ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে খুলনার।

Exit mobile version