Site icon Jamuna Television

করোনা টেস্টে নেগেটিভ রেজাল্ট এসেছে তামিমের

করোনা ভাইরাসের নেগেটিভ রেজাল্ট এসেছে তামিম ইকবালের। সকালে আইসোলেশনে থাকা তামিমের করোনা টেস্ট করানো হয়েছিলি। রোববার রাতে বরিশাল দলের মিডিয়া ম্যানেজার সেকেন্দার আলী গণমাধ্যমকে নিশ্চিত করেন এই খবর। তামিম আগেই বলেছিলেন রেজাল্ট নেগেটিভ আসলে সোমবার ঢাকার বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি।

এর আগে গতকাল থেকেই অসুস্থ অবস্থায় হোটেলে আইসোলেশনে রয়েছেন তামিম ইকবাল। ঢাকার বিপক্ষে ব্যাটিংও করেছেন অসুস্থ অবস্থায়। ব্যাটিং শেষে তামিমের অসুস্থতার কথা জানতে পেরে বিসিবির মেডিকেল টিম তামিমকে হোটেলে আইসোলেশনে পাঠিয়ে দেয়। আর সেই কারণেই ঢাকার বিপক্ষে ফিল্ডিং করতে দেখা যায়নি এই ওপেনারকে।

রোববার সকালে নিজের অসুস্থতা সম্পর্কে তামিম বলেন, গতকালকের চেয়ে আজ বেশ ভালো মনে হচ্ছে তারপরও আজ করোনার টেস্ট করানো হবে, যদি ভালো কোন রেজাল্ট আসে তাহলে হয়তো আমি কালকের সেমিফাইনাল খেলতে পারবো ইনশাআল্লাহ।

তারই ধারাবাহিকতায় সকালে তামিমের করোনাসহ বেশ কিছু টেস্ট করানো হয়।

Exit mobile version