Site icon Jamuna Television

ভাস্কর্য বিরোধীদের মদদ দিচ্ছে বিএনপি: কাদের

পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবে না: কাদের

ফাইল ছবি।

সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিষবৃক্ষ সমূলে উৎপাটন করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি অভিযোগ করেন, ভাস্কর্য বিরোধীদের মদদ দিচ্ছে বিএনপি।

এদিন সকালে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও সূর্য সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Exit mobile version