Site icon Jamuna Television

বায়তুল মোকাররমে মাওলানা কাসেমীর জানাজা সম্পন্ন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর জানাজা।

সোমবার সকাল সোয়া ৯টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বরেণ্য এই আলেমের জানাজায় ঢল নামে হাজার হাজার মুসল্লির। জানাজায় ইমামতি করেন নূর হোসাইন কাসেমীর ছোট ছেলে মুফতি জাবের কাসেমী।

জানাজায় দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও রাজনীতিবিদরা জানাজায় অংশ নেন। জানাজার আগে কাসেমীর রুহের মাগফেরাত কামনায় দোয়া চান হেফাজত নেতারা।

আশুলিয়ার জামিয়া সুবহানিয়া মাদ্রাসায় দাফন করা হবে হেফাজতে ইসলামের মহাসচিবকে। গতকাল দুপুর পৌনে একটায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন নূর কাসেমী।

Exit mobile version