Site icon Jamuna Television

নিউইয়র্কে গির্জার বাইরে হামলাকালে পুলিশের গুলিতে আততায়ী নিহত

নিউইয়র্কের একটি গির্জার বাইরে প্রার্থনা সঙ্গীত চলাকালে হামলা চালায় অজ্ঞাত এক অস্ত্রধারী। পুলিশের পাল্টা অভিযানে প্রাণ হারায় সে।

পুলিশ বিবৃতিতে জানায়, রোববার ‘সেইন্ট জন দি ডিভাইন’ ক্যাথেড্রালের বাইরে চলছিলো আয়োজন। সেখানে উপস্থিত ছিলেন দুই শতাধিক মানুষ। এসময়, গির্জার সিঁড়ির ওপর দাঁড়িয়ে রিভলভার থেকে গুলি ছোড়ে হামলাকারী।

মুহূর্তেই আতঙ্কে চারপাশে ছড়িয়ে পড়েন প্রার্থনা সঙ্গীতে অংশগ্রহণকারীরা। চারপাশে মোতায়েন নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালে মারাত্মক আহত হন আততায়ী। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এখনো অস্ত্রধারীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে কী কারণে হামলা- সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version