Site icon Jamuna Television

কিউই বোলারদের দাপটে সিরিজ হারলো উইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের টানা দ্বিতীয় টেস্টও ইনিংস ব্যবধানে জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই টেস্টে ১২ রান ও ইনিংস ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

ওয়েলিংটনে ৬ উইকেটে ২৪৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে উইন্ডিজ। শুরুতে কিউইদের বোলিং তোপে নাজেহাল উন্ডিজের ব্যাটাররা। টিম সাউদির অসাধারণ এক ডেলিভারিতে ৬১ রানেই থেমে যায় জেসন হোল্ডারের ইনিংস।

অভিষিক্ত জশুয়া দ্যা সিলভা ৫৭ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ওয়াগনারের বলে প্যাভিলিয়নের পথে হাটা দেন তিনিও। ফলে দ্বিতীয় ইনিংসে ৩১৭ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ।

এর আগে নিউজিল্যান্ডের ৪৬০ রানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। আর তারই ফল হিসেবে ২-০’তে সিরিজ জেতে স্বাগতিকরা।

১৭৪ রানের ইনিংস খেলা ম্যাচ সেরা হয়েছেন হেনরি নিকোলস, আর দুই টেস্ট মিলে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন পেসার কাইল জেমিসন।

Exit mobile version