Site icon Jamuna Television

চলে গেলেন বিখ্যাত গোয়েন্দা লেখক জন ক্যারে

বিখ্যাত গোয়েন্দা উপন্যাসিক জন লে ক্যারে মারা গেছেন। মৃত্যুর কারণ নিউমোনিয়া। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার কাজের জন্য বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছিলেন এই ব্রিটিশ লেখক।

‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’খ্যাত এই লেখক শনিবার সন্ধ্যায় ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কর্নওয়ালে মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে। সূত্র: বিবিসি।

ইংল্যান্ডের বিখ্যাত লিটারারি এজেন্ট জনি গেলার ক্যারেকে ইংরেজি সাহিত্যের অবিসংবাদিত লেখক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইংরেজি সাহিত্যের এক মহিরুহুকে আমরা হারালাম। তার মেধা, লেখনির ক্ষমতা অতুলনীয়। আমি হারিয়েছি বন্ধুকে, হারিয়েছি মেনটরকে- যার থেকে সব সময় অনুপ্রেরণা খুঁজতাম।

লেখকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জন লে ক্যারে করোনা নয় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শনিবার রাতে মারা গেছেন।

ক্যারির প্রায় ২৫টির গোয়েন্দা উপন্যাস থেকে সিনেমা বানানো হয়েছে। তার আসল নাম ডেভিড জন মুর কর্নওয়েল হলেও জন লে ক্যারে নামেই পরিচিতি পান। বিশ্বব্যাপী তিনি আলোচনায় আসেন ১৯৬৩ সালে, ‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’ প্রকাশিত হওয়ার পর।

Exit mobile version