Site icon Jamuna Television

স্ত্রী-সন্তানকে কাছে পাবার মামলায় হেরে আদালত প্রাঙ্গণেই আত্মহত্যা

মামলায় হেরে হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার সুলতান মাহমুদপুরের বাসিন্দা হাফিজুর রহমান বছর দুয়েক আগে বিয়ে করেন বানিয়াচঙ উপজেলার কুরশি খাগাউড়া গ্রামের বুশরা বেগমকে। বিয়ের পর থেকে বেশিরভাগ সময়ই মায়ের বাড়িতে থাকতো বুশরা। আট মাস আগে একটি পুত্র সন্তান হয় তাদের। কয়েক মাস আগে একবার স্ত্রী-সন্তানকে নিজের বাড়িতে আনার জন্য যান হাফিজুর। সে সময় শাশুড়ি তাকে ঘরজামাই থাকতে বলেন। অপারগতা জানিয়ে স্ত্রী-সন্তানকে চেয়ে আদালতে মামলা করেন তিনি।

আজ শুনানিতে আদালত বুশরার মতামত জানতে চাইলে বুশরা জানান, তিনি মায়ের কাছে থাকতে চান। পরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হাফিজুর স্ত্রী-সন্তানকে না পেয়ে এজলাস থেকে বের হয়ে বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা করেন।

Exit mobile version