Site icon Jamuna Television

জহুরুল-রিয়াদদের ব্যাটিং ঝড়ে চট্টগ্রামকে ২১১ রানের টার্গেট দিলো খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে জহুরুল ইসলাম- মাহমুদউল্লাহ রিয়াদদের ব্যাটিং ঝড়ে চট্টগ্রামকে ২১১ রানের টার্গেট দিয়েছে খুলনা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে তেমন সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। শুরু থেকেই মারকুটে ব্যাটিং করতে থাকেন খুলনার ওপেনার জহুরুল ইসলাম। তবে জাকির হোসেন ছিলেন ধীরস্থির। দলীয় ৭১ রানে ২২ বলে ১৬ রান করে রান আউটের ফেরে পড়েন তিনি।

এরপর ইমরুল কায়েস ঝড়ো ব্যাটিং করে ১২ বলে ২৫ রান করে মোস্তাফিজের বলে আউট হন। জহুরুল ইসলাম ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪ ছয় আর ৫টি চারে ৫১ বলে ৮০ রান করে আউট হন মোসাদ্দেকের বলে।

ব্যাটিং তাণ্ডবে পিছিয়ে ছিলেন না সাকিব-মাহমুদউল্লাহরাও। ৩টি ছয় আর ২টি চারের সাহায্যে মাত্র ৯ বলে ৩০ রান করে সনজিতের বলে আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। আর ১৫ বলে ২ চার ও ২ ছয়ে ২৮ রান করে মোস্তাফিজের বলে বোল্ড হন সাকিব। ৯ বলে ১৫ করে রানআউট হন আরিফুল। শেষ দিকে মাশরাফী এসে ছয় হাঁকাতে ভুল করেননি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ২১০। মোস্তাফিজুর রহমান ৩২ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

Exit mobile version