Site icon Jamuna Television

মালয়েশিয়ায় অভিনব কায়দায় পাচারের সময় ২ টন মাদক আটক

মালয়েশিয়ায় নৌকায় করে অভিনব কায়দায় মাদক পাচারের সময় জব্দ করা হয়েছে দুই টনের বেশি মাদক।

দেশটির পশ্চিম উপকূলের একটি নৌকা থেকে ক্রিস্টাল মেথামফেটামাইন নামক ওই মাদক জব্দ করা হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। এসব মাদকের মূল্য ২ কোটি ৬২ লাখ ডলার। দেশটিতে এর আগে আর কখনোই এতো বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথামফেটাইন জব্দ হয়নি।

মালয়েশিয়ার মাদক নিয়ন্ত্রণ দফতরের প্রধান জানান, পেনাং দ্বীপের কাছে একটি নৌকাকে থামতে নির্দেশ দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নৌকার চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় নৌকা থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক।

ইউএইচ/

Exit mobile version