Site icon Jamuna Television

‘প্রশ্নোত্তরে বুদ্ধ ও বৌদ্ধধর্ম’ বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এম. নাহিদুল ইসলাম নাহিদ রচিত ‘প্রশ্নোত্তরে বুদ্ধ ও বৌদ্ধধর্ম’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। সোমবার দুপুরে অধ্যাপক ড. নীরু বড়ুয়া সঞ্চালনায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতার মাধ্যমে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সূচনা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, বুদ্ধ দর্শন সম্পর্কে কার্যকরী ও সহজতর উপায়ে জানা ও বোঝার জন্য এই বইটি অত্যন্ত উপযোগী সংকলন।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বৌদ্ধতত্ত্ববিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, ‘বুদ্ধের ধর্ম-দর্শন, বিদ্যা ও জ্ঞানার্জনে অধিক প্রয়োজন নৈতিক শক্তি, আত্মশক্তি ও আত্মপ্রচেষ্টার। ‘প্রশ্নোত্তরে বুদ্ধ ও বৌদ্ধধর্ম’ গ্রন্থটিতে লেখক মহামানব গৌতম বুদ্ধের জীবন ও দর্শন এবং ইতিহাস ও ঐতিহ্যের সকল বিষয়ের সারসংক্ষেপ তুলে আনার চেষ্টা করেছে। গ্রন্থটি বৌদ্ধধর্ম ও দর্শনের মৌলিক বিষয়াবলী সম্পর্কে বেশ ধারণা দেবে।

‘প্রশ্নোত্তরে বুদ্ধ ও বৌদ্ধধর্ম’ বইটির প্রকাশ করেছে তাইয়েবা পাবলিকেশন্স। মুদ্রিত মূল্য ১৬০ টাকা।

Exit mobile version