Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ই-মেইলে গুপ্তচরবৃত্তি হ্যাকারদের

যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের ই-মেইলে গুপ্তচরবৃত্তি চালিয়েছে হ্যাকাররা। এর পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ মার্কিন গোয়েন্দাদের।

কর্মকর্তারা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি টেলিকমিউনিকেশন এজেন্সিতে চালানো হয় সাইবার হামলা। এছাড়া আরও কয়েকটি সরকারি এজেন্সির ইমেইলও হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জানান, হ্যাকিংয়ের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে প্রশাসন। এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা নেয়া হয়েছে বলেও জানান তিনি। সরকারি দফতরগুলোয় বড় ধরনের সাইবার হামলার প্রস্তুতি চলছে বলেও সন্দেহ গোয়েন্দাদের।

ইউএইচ/

Exit mobile version