Site icon Jamuna Television

রাবির সকল প্রকার নিয়োগ স্থগিত রাখতে উপাচার্যকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার নিয়োগ স্থগিত রাখতে উপাচার্যকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে নিয়োগ স্থগিত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১০ ডিসেম্বর ইস্যু হওয়া ওই চিঠিতে বলা হয়, প্রশাসনিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষকদের একাংশের দাবি, গত নভেম্বরে নিয়োগ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলেন তারা। সেই প্রেক্ষিত আমলে নিয়ে এমন নির্দেশনা এসেছে।

যদিও এর আগে ইউজিসি থেকে এডহক নিয়োগ স্থগিত রাখতে চিঠি দিলেও তা তোয়াক্কা না করার অভিযোগ রয়েছে রাবি প্রশাসনের বিরুদ্ধে। কিছুদিন আগে ভিসি ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে অনিয়মের প্রমাণ পায় ইউজিসি।

ইউএইচ/

Exit mobile version