Site icon Jamuna Television

বিদায়ের আগে অ্যাটর্নি জেনারেলকেও বরখাস্ত করলেন ট্রাম্প

ভোটকারচুপির অভিযোগে দায়ের করা ট্রাম্পের আরও চার মামলা খারিজ

ডোনাল্ড ট্রাম্পের বরখাস্ত করা রোগ বহু পুরনো। এবার বিদায়ের আগ মুহূর্তে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার’কে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন খোদ প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, ক্রিসমাসের আগেই পদ ছাড়বেন উইলিয়াম।

নভেম্বরের নির্বাচনে জালিয়াতির কোনও প্রমাণ মেলেনি- অ্যাটর্নি জেনারেলের এ ছাড়পত্রের পরই শুরু হয় মতবিরোধ। এছাড়া, প্রচারণা চলাকালে বাইডেনের ছেলের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত প্রকাশ না করায় রয়েছে ক্ষোভ। সবমিলিয়ে, ২০ জানুয়ারি ক্ষমতা ছাড়ার আগেই অ্যাটর্নি জেনারেলকেও পদচ্যুতির সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট। তার জায়গায় কাজ করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন।

অথচ, ক্ষমতায় যাওয়ার পর ট্রাম্পকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন উইলিয়াম বার। রাশিয়ার সাথে যোগসাজশের মাধ্যমেই ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প- রবার্ট মুয়েলারের এ তদন্ত প্রতিবেদনকে ধামাচাপা দিতে, ২০১৯ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উইলিয়াম বার।

Exit mobile version