Site icon Jamuna Television

প্রথম এশীয় দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের টিকা অনুমোদন দিলো সিঙ্গাপুর

সোমবার যুক্তরাষ্ট্রে শুরু হবে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ

প্রথম এশীয় দেশ হিসেবে করোনা প্রতিরোধে ফাইজার বায়োএনটেকের টিকা ব্যবহারে অনুমোদন দিলো সিঙ্গাপুর। সোমবার টেলিভিশনে দেয়া বক্তব্যে এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুং।

লি হেসিয়েন লুং বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। টিকা ক্রয়ে ৭৫০ মিলিয়ন ডলার বরাদ্দের কথাও জানান লি। সিনোভ্যাক ও মডার্নার টিকা ক্রয়েও চুক্তি করেছে সিঙ্গাপুর। অর্ডারকৃত টিকার প্রথম চালান পৌঁছাবে চলতি মাসের শেষ নাগাদ। ২০২১ সালে তৃতীয় প্রান্তিকে সবার জন্য টিকা নিশ্চিত সম্ভব হবে বলে জানান লি।

এদিকে কানাডায় সীমিত পরিসরে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে প্রয়োগ হচ্ছে ৩০ হাজার ডোজ। অগ্রাধিকার তালিকায় আছেন বয়োবৃদ্ধ ও ফ্রন্টলাইনের স্বাস্থ্যকর্মীরা।

Exit mobile version