Site icon Jamuna Television

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে আর খেলা হচ্ছে না সাকিবের!

মাত্র তিন রানেই প্যাভিলিয়নের পথ ধরলেন সাকিব

পারিবারিক প্রয়োজনে যুক্তরাষ্ট্র গমন করার কারণে আপাতত বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ ক্রিকেটে জেমকন খুলনার হয়ে মাঠে দেখা যাবে না সাকিব আল হাসানকে। সাকিবের শ্বশুর অসুস্থ হওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

সাকিবের যুক্তরাষ্ট্র গমনের বিষয়টি যমুনা নিউজকে নিশ্চিত করেন জেমকল খুলনার ম্যানেজার নাফিস ইকবাল।

নাফিস ইকবাল বলেন, সাকিবের ফাদার-ইন-ল মারাত্মক অসুস্থ তাই তাকে আজ রাতেই যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে। মনে হয় না সামনের ম্যাচগুলো তার খেলা হবে। যদি দল ফাইনালে উঠে তাহলে সে খেলবে কি খেলবে না তা নির্ভর করছে সাকিবের সিদ্ধান্ত ও পরিস্থিতির উপর।

গতকাল বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ব্যাট হাতে ২৮ রান ও বল হাতে ৩২ রানে নিয়েছেন ১ উইকেট নেন।

Exit mobile version