Site icon Jamuna Television

ছুটি কাটাতে আলিয়াকে নিয়ে গোয়ায় ঘুরতে গেলেন রণবীর

বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। রূপালী পর্দা ও পর্দার বাইরে তাদের নিয়ে আলোচনা যেন চলতেই থাকে বি-টাউনে। বাবা ঋষি কাপুরের মৃত্যুতে বিয়ে পিছিয়েছে তাদের। তবে শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে পারেন দু’জন এমন খবরও বেশ চাউর বি-টাউনে।

এরইমধ্যে আলোচনাকে আরও চাঙ্গা করে দিয়ে আলিয়াকে নিয়ে গোয়ায় সমুদ্রের কাছে ছুটি কাটাতে গেলেন রণবীর কাপুর। সম্প্রতি তাদের দেখা গেছে মুম্বাই এয়ারপোর্টে। সেখানে তাদের দেখা যায় একেবারেই সাধারণ পোশাকে।

মুম্বাই এয়ারপোর্টে রণবীরকে দেখা যায় জিনস, নীল রঙের চেক শার্ট এবং কালো হাফ জ্যাকেট। আর আলিয়াকে দেখা যায় জলপাই রঙের ট্রাউজার, শর্ট টপস এবং স্লিম জ্যাকেটে।

বর্তমানে আলিয়া ব্যস্ত আছেন সঞ্জয় লীলা বনশালির ‘গঙ্গুবাঈ কাথিয়াওড়ি’র শুটিং নিয়ে তবে রণবীর আপাতত ফ্রি আছেন।

Exit mobile version