Site icon Jamuna Television

কোভিড নাইনটিনের চেয়েও বেশি সংক্রামক করোনাভাইরাসের নতুন প্রজাতি শনাক্ত যুক্তরাজ্যে

করোনাভাইরাসের নতুন একটি প্রজাতি শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। কোভিড নাইনটিনের চেয়েও বেশি সংক্রামক ভাইরাসটি। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক নিশ্চিত করেছেন এ তথ্য।

তিনি জানান, গত কয়েকদিনে ১ হাজারের বেশি মানুষের শরীরে ভাইরাসটির সন্ধান মিলেছে। এদের বেশিরভাগই ব্রিটেনের দক্ষিণাঞ্চলে। এরই মধ্যে ভাইরাসটি নিয়ে গবেষণা শুরু হয়েছে বলে জানান হ্যানকক। অবহিত করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও।

এরফলে, কোভিড নাইনটিনের টিকা নতুন ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী হবে কি না সে বিষয়েও পর্যবেক্ষণ করছেন ব্রিটিশ গবেষকরা। নতুন ভাইরাস বিস্তারের আশঙ্কায় লন্ডন ও এর আশপাশের এলাকায় জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা।

Exit mobile version