Site icon Jamuna Television

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে: রিজভী

ফাইল ছবি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে গঠনতন্ত্র অনুযায়ী দল যে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

রিজভী বলেন, সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের রাজপথে নেমে আসা অশনিসংকেত। তিনি বলেন, সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সবচেয়ে বেশি ভয় পায়, একারণে সকল রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ মুক্তিও দাবি করেন রিজভী আহমেদ।

Exit mobile version