Site icon Jamuna Television

ভাস্কর্য ইস্যুতে আলেমদের সাথে আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধান সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে আলেম ওলামাদের সাথে আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খাঁন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। গতকাল আলেমদের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময়, ভাস্কর্য ইস্যুতে কেউ যেন রাস্তায় নেমে ভাংচুর না চালায় এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি না করে সেজন্য দুই পক্ষই একমত হয়েছে। মন্ত্রী বলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

বঙ্গবন্ধু ইস্যুতে সরকারের নতজানু হওয়ার প্রশ্নই ওঠে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version