Site icon Jamuna Television

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ

এমভি তাসরিফ-৩ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক সাড়ে বারো মন (৫০০ কেজি) জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বলেন, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর মধ্যরাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক এমভি তাসরিফ-৩ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক সাড়ে বারো মন (৫০০ কেজি) জাটকা জব্দ করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর, লেফটেন্যান্ট এম আসাদুজ্জামানের নেতৃত্বে চাঁদপুর মোহনায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে উক্ত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল মোরশেদ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সদ্বীবের উপস্থিতিতে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ইউএইচ/

Exit mobile version