Site icon Jamuna Television

ক্ষমা চেয়েও সাজা পেলেন মুশফিক

সতীর্থ নাসুম আহমেদের সাথে দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছিলেন, তবুও সাজার হাত থেকে রেহায় পেলেন না মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোড অব কন্ডাক্ট (আচরণবিধি) ভঙ্গের দায়ে বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ঢাকা ও ফরচুন বরিশালের মাঝে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গ করেছিলেন তিনি।

সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে অশোভন আচরণের দায়ে মুশফিককে এই শাস্তি দেয়া হয়। যা বিসিবির আচরণবিধির লেভেল ১ অমান্য করেছিল। ম্যাচ ফি জরিমানার পাশাপাশি ঢাকার অধিনায়কের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। নামের পাশে ডিমেরিট পয়েন্ট সংখ্যা ৪ হলেই এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন তিনি।

ম্যাচ শেষে মুশফিকের বিরুদ্ধে অভিযোগটি আনেন অন-ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মাহফুজুর রহমান। মুশফিক দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ইউএইচ/

Exit mobile version