Site icon Jamuna Television

গ্রাহকের তথ্য নিয়ে প্রতারণার অভিযোগে গ্রামীণফোনের বিরুদ্ধে পুলিশের মামলা

গ্রাহকের তথ্য ব্যবহার করে প্রতারণার ঘটনায় মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের বিরুদ্ধে টেলি যোগাযোগ আইনে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছে পুলিশ। গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে এই মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার মো. হারুন-অর-রশিদ এ বিষয়ে জানান, ৬ জন গ্রাহক এরই মধ্যে তথ্যের মাধ্যমে প্রতারিত হওয়ার অভিযোগ করেছে পুলিশের কাছে।

তিনি জানান, এরই মধ্যে এই মামলায় দুই জনকে আটক দেখিয়েছে পুলিশ। এরা হলেন গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস ম্যানেজার রুবেল মাহমুদ অনিক ও প্রতারক পারভীন আক্তার।

জানা গেছে, এই প্রতারকচক্র বিভিন্ন ধনাঢ্য গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পরবর্তীতে সেগুলো ফাঁঁস করে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করতো। সামাজিক হয়রানি ও মর্যাদাহানির ভয়ে অনেকে তাদের অর্থ দিতে বাধ্য হয়।

Exit mobile version