Site icon Jamuna Television

‘অসমাপ্ত আত্মজীবনী’ নকল করে ছাপার অভিযোগে গ্রেফতার ৬

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নকল করে ছাপার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. নজিবুল্লাহ (প্রেস মালিক), মো. রফিকুল ইসলাম, মো. ছানোয়ার হোসেন, মো. তোফাজ্জেল শেখ, লালচান শেখ ও মো. ছাদেক শেখ। ১৪ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটে লালবাগ থানার শহীদ নগর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে জেএন শাহা রোডের একটি বই ছাপাখানা হতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ১ হাজার ১০০টি নকল কপি ও অবাধাইকৃত মুদ্রিত ইনার ফর্মার ৫০টি বান্ডিল উদ্ধার করা হয়।

ইউএইচ/

Exit mobile version