
শারীরিক উপস্থিতিতে ১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজনের জন্য বাংলা একাডেমিকে লিখিত প্রস্তাব দিয়েছেন প্রকাশকরা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে প্রকাশকদের দুই সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বরাবর চিঠি দেওয়া হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে বৈঠকের পরে বাংলা একাডেমির কাছে লিখিত প্রস্তাবনা পাঠিয়েছেন প্রকাশকরা।
এর আগে, করোনা মহামারি পরিস্থিতিতে অমর একুশে বইমেলা ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়েছিল। তবে শেষ পর্যন্ত চিরায়ত নিয়মেই বইমেলা হওয়ার কথা জানিয়েছেন প্রকাশকরা। তবে পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি জন্য বদলাতে পারে বইমেলা শুরুর তারিখ।
রোববার এ বিষয়ে জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতি ও একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পরই এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
ইউএইচ/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply