Site icon Jamuna Television

বাংলাদেশ সফর চূড়ান্ত করলো উইন্ডিজ

করোনা মহামারির দীর্ঘ বন্ধ্যাত্বের পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। মাসব্যাপী বাংলাদেশ সফর চূড়ান্ত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে বিষয়টি নিশ্চিত করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

সূচি অনুযায়ী আগামী ১০ জানুয়ারি ঢাকায় নামবে ক্যারিবিয়ানরা। ১৮ জানুয়ারি বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২০ জানুয়ারি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা। ২২ জানুয়ারি একই মাঠেই হবে দ্বিতীয় ওয়ানডে। ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৪ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। ৩ ফেব্রুয়ারি একই শহরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। ১১ ফেব্রুয়ারি সিরিজের শেষ টেস্টটি হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এই সিরিজে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে না উইন্ডিজ। 

Exit mobile version