Site icon Jamuna Television

মুশফিকদের উড়িয়ে দিয়ে ফাইনালে চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

ঢাকার দেওয়া ১১৭ রানের টার্গেটে ১৯ দশমিক ১ ওভারে ৩ উইকেট হারিয়েই পৌঁছে যায় মোহাম্মদ মিঠুনের দল।

দলীয় ৪৪ রানে সৌম্য সরকার রান আউট হন। এরপর ১০১ রানের  ৪০ রান করে আল আমিনের বলে কট আউট হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। আর ৩৪ রান করে মাঠ ছাড়েন মিঠুন। মোক্তার আলি আর আল আমিন ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। ১৫ রানের মধ্যেই দুই ওপেনার সাব্বির রহমান ও মুক্তার আলীকে ফেরান চট্টগ্রামের শরিফুল ও নাহিদুল। ২৫ রান করা মুশফিকুর রহিম ফেরেন মোসাদ্দেক হোসেনের স্পিনে। এরপর ইয়াসির আলির ২৪ আর আল আমিনের ২৫ রানের ইনিংস ছাড়া আর কেউ থিতু হতে না পারায় বড় পুঁজি পায়নি ঢাকা। তাতেই ১১৬ রানে অলআউট হয় মুশফিকের দল।

সংক্ষিপ্ত স্কোর:

বেক্সিমকো ঢাকা : ১১৬/১০ (২০ ওভার),
মুশফিক ২৫, আল-আমিন ২৫, ইয়াসির ২৪, নাঈম ১২
মোস্তাফিজ ৩২/৩, শরিফুল ১৭/২, নাহিদুল ১৫/১

গাজী চট্টগ্রাম : ১১৭/৩ (১৯.১ ওভার),
লিটন দাস ৪০, সৌম্য সরকার ২৭, মোহাম্মদ মিঠুন ৩৪, শামসুর রহমান ৯*, মোসাদ্দেক হোসেন ২*
মোক্তার আলি ২৮/১, আল আমিন ৪/১
ফলাফল: চট্টগ্রাম ৭ উইকেটে জয়ী

ইউএইচ/

Exit mobile version