Site icon Jamuna Television

ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেবে না সরকার: প্রধানমন্ত্রী

ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেবে না সরকার: প্রধানমন্ত্রী

ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে মাঠে নেমেছে একাত্তরের পরাজিত শক্তি। ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেবে না সরকার- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে
তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আরও বলেন, ১৯৭১’র পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা, বানোয়াট, মনগড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানীং মাঠে নেমেছে। সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। জাতির পিতা ১৯৭২ সালে বলেছিলেন ধর্মকে রাজনীতির হাতিয়ার না করতে। কিন্তু পরাজিত শক্তির দোসররা দেশকে আবারও ৫০ বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে।

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলমান-হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের-বর্ণের মানুষের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এ দেশ সকলের। এ দেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবো না।

Exit mobile version